বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখায় এ্যাডভোকেট দেবাশীষ দাসকে আহবায়ক ও নির্মল কুমার বিটকে সদস্য সচিব করে ৫৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সংগঠনের চেয়ারম্যান বিজয় কান্তি সরকার ও মহাসচিব তরুন দে সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
নব গঠিত এ কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হয়েছেন অধ্যাপক অলোক ঘোষ। এছাড়া যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিষ্ণু সাহা, এ্যাডঃ সুদিপ্ত কুমার ঘোষ, মানিক সাহা, অসীম কুমার মন্ডল, ক্যাপ্টেন পলাশ হালদার, প্রদীপ কুমার রায়।
কমিটির সহযোগী সদস্য হিসেবে রয়েছেন সন্মানিত সদস্য হয়েছেন ডা. জয়কুমার পোদ্দার, ডা. মৃণাল কান্তি দাস ও ডা. এম.কে ঘোষ।
এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ক্যাপ্টেন রোজলীনা সরকার, সন্তোষ স্বর, এ্যাডঃ দিলিপ কুমার চন্দ্র, অশোক সাহা, এ্যাডঃ কিশোর সাহা, সুব্রত ঘোষ শুভ, কার্তি ক পোদ্বিদার, বিশ্বজিত হালদার, রাজেশ বিশ্বাস, শুকুমার বিশ্বাস, তাপস চন্দ্র পোদ্দার,দীপঙ্কর ঘোষ, প্রভাষক পলাশ সোম, বিদ্যুৎ বিশ্বাস, কৃষ্ণ চ্যাটার্জী, সমীর কুমার ঘোষ, শরৎ চন্দ্র বিশ্বাস, অজয় চৌধুরী, হরিচাঁদ মল্লিক, উত্তম রায়, কৃষ্ণ বিশ্বাস, বিপুল কুমার বিশ্বাস, গৌতম দাস, সত্যজিৎ সরকার, পীযূষ কুমার মল্লিক, বিপ্লব ঘোষ, শ্যামল দত্ত, গোপাল চন্দ্র মন্ডল, গনেশ বিশ্বাস, সংগ্রাম বিশ্বাস, বাঁধন হোড়, সুমন্ত সাহা, নির্মল দেবনাথ, অজয় কুমার পাল, রঞ্জু কুমার বিশ্বাস, নরেশ চন্দ্র সাহা, প্রদীপ বিশ্বাস, বিশ্বজিৎ সরকার, মিন্টু কর্মকার, পল্লব সাহা ও প্রকাশ সাহানী বুলু।
প্রেস বিজ্ঞপ্তি/আর কে-০৬