Wednesday, February 19, 2025

শংকরপুরে সন্ত্রাসীদের আধিপত্য বিস্তারের লড়াই

যশোর শহরের শংকরপুরে বুধবার রাতে দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলা এবং বোমাবাজির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।

এলাকাবাসী জানান, বুধবার রাতে সন্ত্রাসি গোল্ডেন সাব্বির-মুসা গ্রুপের লোকজন অনি গ্রুপের আকাশ নামে এক সন্ত্রাসীকে ধরে নিয়ে যায়। পরে অনি গ্রুপের লোকজন গোল্ডেন সাব্বিরের ছোটভাই গুড্ডুকে ধরে নিয়ে যায়। পরে বিপদের আশঙ্কায় দুই গ্রুপই ধরে নিয়ে যাওয়া দুই জনকে ছেড়ে দেয়। এক পর্যায়ে রাত সাড়ে ১১টার পর অনি গ্রুপের সন্ত্রাসীরা শংকরপুর বেহারা পাড়ায় প্রতিপক্ষ সন্ত্রাসী মুসার পিতা হাফিজুর রহমানের বাড়ির সামনে বোমা হামলা চালায়। অন্তত সাতটি বোমার বিস্ফোরণ ঘটনো হয় সেখানে। এছাড়া সন্ত্রাসী অনি গ্রুপের লোকজন প্রতিপক্ষ মুসার পিতা হাফিজুর রহমানকে মারধর করে। পরে তারা চলে গেলে গোল্ডেন সাব্বির-মুসা গ্রুপের সন্ত্রাসীরা এলাকার সিরাজুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরবর্তীতে খবর পেয়ে কোতয়ালি থানা ও ডিবি পুলিশ সন্ত্রাসীদের ধরতে শংকরপুরে অভিযান চালায়।

এদিকে, স্থানীয়রা জানায় শংকরপুরের আলতুর ছেলে চিহ্নিত সন্ত্রাসী অনির নেতৃত্বে একটি গ্রুপের সাথে মেসিয়ার খোকনের ছেলে চিহ্নিত সন্ত্রাসী গোল্ডেন সাব্বির ও নাপিত হাফিজের ছেলে মুসার নেতৃত্বে আরেকটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। যার জেরে এ বোমাবাজির সূত্র পাত।

কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, পুলিশ রাত ৩টা পর্যন্ত অভিযান চালিয়েছেন। কিন্তু সন্ত্রাসীরা এলাকা থেকে পালিয়ে গেছে। ফলে তাদের আটক করা যায়নি। তবে তাদের ধরতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর