যশোর-নড়াইল সড়কের নীলগঞ্জ সুপারি বাগানের বিএডিসি প্রাচীরসংলগ্ন অবৈধ দোকান উচ্ছেদ করেছে যশোর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। সপ্তাহখানেক আগে দেওয়া উচ্ছেদ নোটিশের পর দখলদাররা নিজ উদ্যোগে এসব অবৈধ স্থাপনা ভেঙে ফেলেছেন।
সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা এই অবৈধ দোকানগুলোর মালিক ছিলেন যশোর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান তৌহিদুর ইসলাম ফন্টু চাকলাদার। চার বছর আগে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সদর উপজেলার চেয়ারম্যান শাহীন চাকলাদারের ভাই ফন্টু চাকলাদার ক্ষমতার অপব্যবহার করে সওজের ফাঁকা জায়গাটি দখল করে নেন। পরে সেখানে চারটি পাকা দোকান নির্মাণ করে ভাড়া দেওয়া হয়।
জানা যায়, ওই দোকানগুলোর মধ্যে একটি দোকান রড-সিমেন্টের ব্যবসার জন্য ভাড়া নেওয়া হলেও ব্যবসা বন্ধ করে দেওয়া হয় প্রায় দুই বছর আগে। সওজ বিভাগের দেওয়া নোটিশের পর ফন্টু চাকলাদার দোকানগুলো অন্য একজনের কাছে দুই লাখ টাকায় বিক্রি করেন। ক্রেতা দোকানগুলোর উপকরণ খুলে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন, “ওই জায়গায় অবৈধভাবে দোকান নির্মাণ করা হয়েছিল। খবর পাওয়ার পর আমরা দখলদারদের উচ্ছেদ নোটিশ দিয়েছি। নোটিশে জানানো হয়েছিল, তারা নিজেরা ভেঙে নিলে ভালো হবে; অন্যথায় আমাদের ভাঙতে হলে খরচ বহন করতে হবে। এই কারণে দখলদাররা নিজেরাই দোকান ভাঙার কাজ শুরু করেছেন।”
স্থানীয়রা জানান, প্রায় এক সপ্তাহ ধরে দোকান ভাঙার কাজ চলছে। তবে দোকানগুলো কারা ভেঙে ফেলছে, তা নিয়ে কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি।
সওজ বিভাগের এই উদ্যোগে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন এবং সড়ক ও জনপথ বিভাগের জায়গাগুলো অবৈধ দখলমুক্ত রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।