Wednesday, February 19, 2025

কমরেড অমল সেন স্মরণে বাঘারপাড়ায় তিন দিনব্যাপী স্মরণমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তিনি বৃহস্পতিবার যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কমরেড অমল সেনের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী স্মরণমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

ইকবাল কবির জাহিদ আরও বলেন, সংস্কারের নামে যা হচ্ছে তা শ্রমিক, কৃষক, ছাত্র, নারী ও শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য নয়। তিনি আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ফ্যাসিবাদের ভূত এখন মৌলবাদী চক্রের উপর ভর করেছে এবং পুলিশ দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে।

তিন দিনব্যাপী এই স্মরণমেলায় ‘বৈষম্য সমতার সমাজ’ শীর্ষক আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী দুই দিনে যথাক্রমে ‘তেভাগা আন্দোলন ও বর্তমান প্রেক্ষিত’ এবং ‘মুক্তিযুদ্ধে বামপন্থীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সহ-সভাপতি কংকন পাঠক সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা কাজী নজরুল ইসলাম ফিরোজ, বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার সমন্বয়ক জিল্লুর রহমান ভিটুসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর