Wednesday, February 19, 2025

জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩ বাতিল

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনের (ইসি) অধীনে ন্যস্ত রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার, নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩’ বাতিল করা হয়েছে।

২০২৩ সালে গঠিত ওই আইনের মাধ্যমে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে নেওয়ার উদ্যোগ নেয় বিগত আওয়ামী লীগ সরকার। তবে প্রজ্ঞাপনে বলা হয়েছিল, সুরক্ষা সেবা বিভাগে এনআইডি কার্যক্রম হস্তান্তর না হওয়া পর্যন্ত তা ইসির অধীনেই পরিচালিত হবে। এরই ধারাবাহিকতায় এনআইডি কার্যক্রম এতদিন ইসির অধীনেই ছিল।

বর্তমান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই সুশীল সমাজ, সাধারণ জনগণ এবং বিভিন্ন উপদেষ্টারা আইনটি বাতিলের দাবি জানিয়ে আসছিলেন।

গতকাল (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশন এ বিষয়ে উদ্যোগী হয়ে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং আইন ও বিচার বিভাগের সচিবের কাছে আইনটি বাতিলের জন্য চিঠি পাঠায়।

অবশেষে আজ আইনটি বাতিলের মাধ্যমে নিশ্চিত হলো যে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনেই পরিচালিত হবে।

এই সিদ্ধান্তে নির্বাচন কমিশনের স্বায়ত্তশাসন নিশ্চিত হওয়ায় বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ সিদ্ধান্ত এনআইডি কার্যক্রমের কার্যকারিতা ও নিরপেক্ষতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর