Wednesday, February 19, 2025

নড়াইলে প্রেসক্লাবের নতুন কমিটির সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বুধবার সন্ধ্যায় নড়াইল প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। সভায় কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

জেলা প্রশাসক তার বক্তব্যে সাংবাদিকদের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে অভিহিত করে তাদের সৃজনশীল লিখনীর মাধ্যমে স্বচ্চতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অনুরোধ জানান। তিনি আরো বলেন, সাংবাদিকদের সহযোগিতায় নড়াইলকে আরো উন্নত করা সম্ভব।

সভায় প্রেসক্লাবের নবাগত আহ্বায়ক এ্যাড. আব্দুল হক ও সদস্য সচীব এম এম মাহবুবুর রশীদ লাবলু প্রেসক্লাবের বিভিন্ন দাবি জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।

এছাড়াও, সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আহসান মাহমুদ রাসেলসহ বিভিন্ন সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর