Wednesday, February 19, 2025

আদিবাসী শব্দ মুছে ফেলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ

পাঠ্যপুস্তকের কভার থেকে “আদিবাসী” শব্দ মুছে ফেলার প্রতিবাদে এবং ঢাকায় আদিবাসী ছাত্র জনতার ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় যশোর প্রেসক্লাবের সামনে “প্রগতিশীল ছাত্র সমাজ” ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সুমাইয়া শিকদার ইলা এবং সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা উজ্জ্বল বিশ্বাস। সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলা সম্পাদক কমরেড তসলিম-উর-রহমান, নয়া গণতান্ত্রিক গণমোর্চার জেলা সমন্বয়ক খবির শিকদার, যুবনেতা শেখ আলাউদ্দীন, শিক্ষক আলাউদ্দীন, এবং শিক্ষার্থী প্রতিনিধি সুরাইয়া শিকদার এশা।

বক্তারা ঢাকায় আদিবাসী ছাত্র জনতার ওপর “স্টুডেন্টস ফর সভারেন্টি” নামের সংগঠনের হামলার তীব্র নিন্দা জানান। তারা এই হামলার দায় সরকার এবং প্রশাসনের ওপর চাপিয়ে বলেন, “এটি পরিকল্পিতভাবে আদিবাসী প্রশ্নে দমনপীড়নের একটি অংশ।” বক্তারা দাবি করেন, হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, পাঠ্যপুস্তকে “আদিবাসী” শব্দের গ্রাফিতি মুছে ফেলার মাধ্যমে সরকার উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠীকে শক্তিশালী করেছে। তারা দাবি করেন, এই সিদ্ধান্ত দেশের বহুজাতিক সংস্কৃতির চেতনাকে অবমাননা করে। বক্তারা বলেন, “অবিলম্বে পাঠ্যপুস্তকে পূর্বের গ্রাফিতি পুনরায় সংযোজন করতে হবে এবং আদিবাসী জনগণের প্রতি চলমান বৈষম্যের অবসান ঘটাতে হবে।”

বক্তারা উল্লেখ করেন, আগের সরকারগুলোও আদিবাসী জনগোষ্ঠীর অধিকার হরণের চেষ্টা করেছে। ২০২৫ সালের পাঠ্যপুস্তকে “আদিবাসী” শব্দ মুছে ফেলার ঘটনা তারই ধারাবাহিকতা। তারা অভিযোগ করেন, “এই ঘটনা মূলত রাষ্ট্রের নিপীড়ক ভূমিকার প্রতিফলন।”

বক্তারা পাহাড় ও সমতলের আদিবাসী জনগণের প্রতি আহ্বান জানান, “এই বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে সংগঠিত হয়ে সংগ্রাম করতে হবে।” তারা সকল গণতান্ত্রিক শক্তিকে আদিবাসী জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সমাবেশে বক্তারা সরকারের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেন, “এই গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সারাদেশে আন্দোলন গড়ে তুলতে হবে।”

বিক্ষোভ সমাবেশ শেষে বক্তারা প্রতিজ্ঞা করেন, আদিবাসী জনগণের অধিকার প্রতিষ্ঠায় তারা সর্বাত্মকভাবে লড়াই চালিয়ে যাবেন।

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর