Wednesday, February 19, 2025

সরকারি কলেজের দেড় শতাধিক শিক্ষক বদলি

শিক্ষা প্রশাসনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে উপ-পরিচালক ও সহকারী পরিচালক পদে নতুন নিয়োগসহ একযোগে ১৭৭ জন শিক্ষককে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে পদায়নের এই প্রজ্ঞাপনগুলো প্রকাশ করা হয়।

এদের মধ্যে রয়েছে সহযোগী অধ্যাপক: ৩ জন, সহকারী অধ্যাপক: ২৩ জন, প্রভাষক: বাকি ১৫১ জন।

গত ৩১ ডিসেম্বর অবসরজনিত ছুটিতে যাওয়া মাধ্যমিক শাখার উপ-পরিচালক আব্দুল আজিজের স্থলে নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. ইউনুছ ফারুকী নতুন পদায়ন পেয়েছেন। একই সঙ্গে খাগড়াছড়ি সদর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোসলেম উদ্দিনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত ১৭৭ জন শিক্ষককে বদলি করা হয়েছে।

অনলাইন ডেস্ক/আর কে-০৯

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর