যশোরের সদর উপজেলায় ধার দেওয়া টাকা ফেরত না পেয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তি আদালতে মামলা করেছেন। বৃহস্পতিবার সদর উপজেলার সদুল্যাপুর গ্রামের গুরুপদ দেবনাথের স্ত্রী রত্না রানী বিশ্বাস বাদী হয়ে ছয় জনের বিরুদ্ধে এই মামলাটি করেন।
মামলা সূত্রে জানা যায়, মুস্তাফিজুর রহমান মুস্তা নামের এক ব্যক্তির টাকার প্রয়োজন হলে তাঁর স্ত্রী রেখা বেগম বাদীর কাছে আসেন। ২০২৪ সালের ২২ জুলাই বাদী রত্না রানী বিশ্বাসের কাছ থেকে মুস্তা, নিশাত ও রেখা মিলিয়ে চার লাখ ২৫ হাজার ৫শ’ টাকা ধার নেন। একই বছরের ২২ অক্টোবর মৌখিক ভাবে পরিশোধের শর্তেই টাকা গুলো নেয়া হয়। কিন্তু সময়মত ওই টাকা গুলো পরিশোধ না করে তালবাহানা শুরু করে। গত ২৪ ডিসেম্বর বাদী আসামিদের বাড়িতে পাওনা টাকা আনতে গেলে তারা টাকা দিতে অস্বীকার করে হুমকি দেন। বাধ্য হয়ে তিনি এ মামলা করেন।
এই মামলায় বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দিয়েছেন।