Saturday, January 25, 2025

সরকারি কর্মচারীদের জন্য সুখবর: গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা আসছে!

দীর্ঘদিনের দাবির পর সরকারি কর্মচারীদের জন্য সুখবর এল। আগামী ৩০ জুনের মধ্যে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান।

এবারই প্রথমবারের মতো সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা গ্রেড অনুযায়ী দেওয়া হবে। অর্থাৎ পেছনের গ্রেডে থাকা কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এ ভাতা পাবেন। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ১ থেকে ৩ নম্বর গ্রেডে মহার্ঘ ভাতা হবে মূল বেতনের ১০ শতাংশ, ৪ থেকে ১০ নম্বর গ্রেডের চাকরিজীবীরা পাবেন ২০ শতাংশ, আর ১১ থেকে ২০ নম্বর গ্রেডধারীরা ২৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। এতে সর্বনিম্ন ৪ হাজার থেকে সর্বোচ্চ ৭ হাজার ৮০০ টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে।

সরকারি কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য কমাতে এবং নিম্ন স্তরের কর্মচারীদের বেশি সুবিধা দেওয়ার লক্ষ্যে এই গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই মহার্ঘ ভাতা দেওয়া হতে পারে। মহার্ঘ ভাতা দেওয়ার জন্য উন্নয়ন বাজেট কিছুটা কমিয়ে সেই অর্থ দিয়ে বর্ধিত বেতনভাতা দেওয়া হবে। পেনশনে থাকা কর্মকর্তা-কমর্চারীরাও মহার্ঘ ভাতা পাবেন। মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া ৫ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধাটি আর বহাল থাকবে না।

দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতির কারণে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এই মহার্ঘ ভাতা তাদের জন্য এক বিরাট স্বস্তির খবর। এছাড়াও, সরকারি কর্মচারীদের মধ্যে সন্তোষ বাড়িয়ে এবং তাদের কর্মক্ষমতা বৃদ্ধি করে এটি দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকেই।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর