ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে এখনও গণঅভ্যুত্থানে নিহত ৬টি অজ্ঞাত লাশ বেওয়ারিশ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। ময়নাতদন্ত শেষে লাশগুলো মর্গের হিমাগারে রাখা হলেও এখনও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
শুক্রবার (১০ জানুয়ারি) বিশেষ সেলের সম্পাদক জাহিদ আহসানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, কারও স্বজন নিখোঁজ থাকলে ঢামেক মর্গে যোগাযোগের অনুরোধ জানানো হচ্ছে।
বিশেষ সেল টিমের সরেজমিন পরিদর্শনে জানা যায়, শাহবাগ থানার ওসি খালিদ মনসুর নিশ্চিত করেছেন, ছয়টি লাশ ঢামেক ফরেনসিক মর্গে রাখা আছে।
লাশগুলোর পরিচয়সংক্রান্ত তথ্য- অজ্ঞাতনামা পুরুষ (২০), অজ্ঞাতনামা পুরুষ (২৫), অজ্ঞাতনামা পুরুষ (২২), অজ্ঞাতনামা নারী (৩২), অজ্ঞাতনামা পুরুষ (৩০), এনামুল (২৫)।
ময়নাতদন্তে ৫ জনের মৃত্যুর কারণ হিসেবে ‘আঘাতজনিত মৃত্যু’ উল্লেখ করা হয়েছে। একজন (এনামুল)-এর মৃত্যুর কারণ হিসেবে ‘উপর থেকে নিচে পড়ে মৃত্যু’ লেখা হয়েছে। ডিএনএ নমুনা ও মৃতদেহের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাহবাগ থানার পক্ষ থেকে লাশগুলো বৈষম্যবিরোধী আন্দোলনের সময় উদ্ধার করা হয়েছে বলে বলা হলেও, সঠিক সময় ও তারিখ উল্লেখ করা হয়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে লাশগুলো দ্রুত শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করতে।
সংগঠনটি অনুরোধ জানিয়েছে, যদি এই বয়সসীমার কারও স্বজন নিখোঁজ থাকে, তবে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলে যোগাযোগ করুন।
যোগাযোগ নম্বর: 01621324187
এই পরিস্থিতিতে বেওয়ারিশ লাশগুলো শনাক্তকরণ এবং পরিবারের কাছে হস্তান্তরের উদ্যোগ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
অনলাইন ডেস্ক/আর কে-১১