নোয়াখালীর হাতিয়া উপজেলায় যুবদলের একটি কর্মীসভায় স্লোগান দিতে দিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এক যুবদল নেতা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মো. ফারুক সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সভা চলাকালীন ফারুক মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে সভাস্থলে আসেন। হঠাৎ তিনি মাটিতে পড়ে যান এবং নাক-মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। পরে তাকে দ্রুত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শিপন চন্দ্র দাস জানান, ফারুককে জরুরি বিভাগে আনা হলে ইসিজি করে তাকে মৃত পাওয়া যায়। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সোনাদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আশ্রাফুল ইসলাম কাজল জানান, ফারুক একজন কর্মঠ যুবদল নেতা ছিলেন। তার মৃত্যুতে যুবদলের সদস্যরা গভীর শোকাহত।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, যুবদল নেতার মৃত্যুর বিষয়টি তারা জানতে পেরেছেন। তবে দলীয় বা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
ফারুকের আকস্মিক মৃত্যুতে স্থানীয়ভাবে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।