Saturday, January 25, 2025

ঠাকুরগাঁওয়ে ‘ইত্যাদি’ অনুষ্ঠানে ভাঙচুর ও মারামারি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। অতিরিক্ত দর্শক ও ব্যবস্থাপনার অভাবের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানে দুই হাজারের মতো দর্শকের জন্য ব্যবস্থা করা হলেও লাখো মানুষের সমাগম হয়। চেয়ারে বসার জায়গা কম থাকায় দর্শকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং তা ভাঙচুর ও সংঘর্ষে রূপ নেয়। পুলিশ ও অনুষ্ঠান কর্তৃপক্ষ পরিস্থিতি শান্ত করতে ব্যর্থ হলে অনুষ্ঠানের পরিচালক হানিফ সংকেত অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেন।

এই ঘটনায় দর্শকরা অনুষ্ঠান কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। অনুষ্ঠানে উপস্থিত মাসুদ আলম বলেন, “আমি পাস নিয়েও অনেক কষ্ট করে অনুষ্ঠানস্থলে ঢুকেছি। প্রথম থেকেই কোনো নিয়ম-শৃঙ্খলা ছিল না। এটা কর্তৃপক্ষের ব্যর্থতার পরিচয়।” অন্য এক দর্শক রাসেল রানা বলেন, “এত মানুষ আসবে, এটা আগেই অনুমান করা যেত। কিন্তু যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়নি।”

অনুষ্ঠান বন্ধের পর হানিফ সংকেত বলেন, “আপনাদের জন্য একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম কিন্তু পরিস্থিতি আমার হাতের বাইরে চলে গেল। আমি ব্যর্থ।”

এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং অনেকেই অনুষ্ঠান কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতার সমালোচনা করেছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর