Saturday, January 25, 2025

যশোর সদরের লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলনের ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক: আদালতে আদেশ অমান্য করায় চেয়ারম্যান আলীমুজ্জামানন মিলনকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে। বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এক আদেশে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত আলীমুজ্জামান যশোর সদরের লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি পলাকত থাকায় গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেয়া হয়েছে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ২৮ আগস্ট যশোর সদরের দলেন নগর গ্রামের নিজাম বিশ্বাসের মেয়ে বৃষ্টি খাতুন তার স্বামীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। তৎকালিন বিচারক অভিযোগটি গ্রহন করে লেবতুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছিলেন। তদন্তকারী কর্মকর্তা পরবর্তী ধার্য তারিখের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেননি। এবং তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য আদালতে সময়ের আবেদনও করেননি। ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি দীর্ঘ সময় অতিবাহিত হলেও তদন্ত প্রতিবেদন জমা না দেয়ায় আদালতে উপস্থিত হয়ে জবাব দেয়ার আদেশ দেন বিচারক। ২ জুলাই তদন্তকারী কর্মকর্তা চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন আদালতে উপস্থিত না হওয়ায় ব্যাখ্যা আবারও আদেশ দেয়া হয়। ১৯ ডিসেম্বর তদন্তকারী কর্মকর্তা চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহন করেননি। মামলার ধার্য দিন ৮ জানুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেননি চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন। বারবার সুযোগ দেয়া সত্তেও মামলার তদন্তকারী কর্মকর্তা সময়ের প্রার্থনা অথবা প্রতিবেদন জমা না দিয়ে আদালতের আদেশ অমান্য করায় বিচারক এক আদেশে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর