নড়াইল প্রতিনিধি: নড়াইলের কৃতি সন্তান নিউইয়র্কের জ্যাকসন হাইটস এসবিএন হক ফাউন্ডেশন উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
নিউইয়কের্র জ্যাকসন হাইটস এ রোজভেল্ট গ্রীনটার্চ কায্যালয়ে এস বি এন হক ফাউন্ডেশনের আন্তর্জাতিক কার্যালয় উদ্ধোধন করা হয়। বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক মুন্সি আত্তাব উদ্দীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ড.রফিকুল ইসলাম, আর্ন্তজাতিক সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রীনটার্চ এর সিইও ভিক্টর নিয়াজাত এলাহী,যুক্তরাষ্টের প্রবীন অভিবাসী ও রাজনিতীবিদ শরীফ কামরুল আলম হীরা,মো: আলতাফ হোসেন, এস বি এন এর নির্বাহী পরিচালক কে এম ফজলুল হক,।আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট প্রবাসী মিসেস সেলিনা ভানু,কবি সহেল হামিদ,সাহিদুল হক মন্টু,সানেহা ইসলাম,অধ্যাপিকা সাহানা মমতাজ প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা,কবি ও গবেষক সৈয়দ হাসমত আলী। এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসীদের সমস্যা সমাধান, বিভিন্ন সেবা মুলক পরিচালনা করা সহ বাংলাদেশে উদ্দ্যেগতা তৈরিতে প্রশিক্ষণ ও অর্থায়ন করবে। বাংলাদেশের পিছিয়ে পড়া মানুষদের আয়মুলক কর্মসংস্থানের ব্যবস্থা করর উদ্দ্যেগ গ্রহন করবে বলে এস বি এন হক ফাউন্ডেশনের এর নির্বাহী পরিচালক কে এম ফজলুল হক জানান।
নড়াইলের কৃতি সন্তানের নিউইয়কের্র জ্যাকসন হাইটস এস বি এন হক ফাউন্ডেশন শুভ উদ্ধোধন
আরো পড়ুন