লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা জামায়াতের আমীর মোঃ হাদিউজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোঃ হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ হামিদ ভূঁইয়া, সাবেক শিক্ষক মোঃ নজরুল ইসলাম, এবং লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হায়াতুজ্জামান।
সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক রেজাউল করিম, রইচ উদ্দিন টিপু, মাহফুজুল ইসলাম, সেলিম জাহাঙ্গীর, মোঃ খায়রুল আলম, কাজী অশরাফ, মোঃ খায়রুল ইসলাম, মোঃ কাজী ইমরান হোসেন, মোঃ মিলু, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা লোহাগড়া উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে, লোহাগড়া স্টেশনে ট্রেন না থামার বিষয়টি নিয়ে আলোচনা হয়। বক্তারা দাবি জানান, লোহাগড়ার ওপর দিয়ে যাওয়া ট্রেনগুলো যেন লোহাগড়া স্টেশনে থামে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
রাতদিন সংবাদ/আর কে-০৯