Saturday, January 25, 2025

চৌগাছায় কবি আহমদ আলী সাহিত্যরত্ন প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন

যশোরের চৌগাছা উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামে কবি আহমদ আলী সাহিত্যরত্ন প্রাথমিক বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব চৌগাছার সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মো. ইয়াকুব আলী। প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম শওকত আলী।

ড. শওকত আলী বলেন, “আমার পিতা কবি আহমদ আলী অত্র অঞ্চলে ২৮টি মক্তব ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তিনি শিক্ষকতা, সাংবাদিকতা এবং সাহিত্য চর্চার মাধ্যমে এলাকাকে সমৃদ্ধ করেছেন। পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এলাকাবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “এই বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পাবে। সরকারের পাশাপাশি আমাদের সবারই উচিত দেশের উন্নয়নে কাজ করা।”

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. আব্দুল মজিদ বলেন, “ড. শওকত আলী একজন দেশপ্রেমিক মানুষ। যুক্তরাষ্ট্রে বসেও তিনি নিজ গ্রামের জন্য কাজ করে যাচ্ছেন। রাজধানী বা অন্য কোনো শহরে এই প্রতিষ্ঠান গড়ে তোলার পরিবর্তে তিনি কয়ারপাড়া গ্রামে বিদ্যালয় স্থাপন করেছেন, যা নিঃসন্দেহে প্রশংসনীয়।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) তাফসির আহমেদ, অধ্যাপক ইসারুল হক, সাবেক উপজেলা বিএনপি সভাপতি জহুরুল ইসলাম, অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ, মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাপরিচালক সাইফুল ইসলাম, প্রেসক্লাব চৌগাছার আহ্বায়ক অধ্যক্ষ শিহাব উদ্দীন, কবি ও গবেষক সাইফুল ইসলাম, এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান প্রমুখ।

এ সময় স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার আগে প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ বিদ্যালয়ের নামফলক উন্মোচন ও ফিতা কেটে বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

এই প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে দক্ষিণ কয়ারপাড়া গ্রামের শিক্ষার্থীরা শিক্ষার আলোয় আলোকিত হওয়ার নতুন সুযোগ পাবে বলে আশা ব্যক্ত করেন বক্তারা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর