Saturday, January 25, 2025

নতুন শিক্ষাবর্ষে কবে সব বই পৌঁছাবে জানেন না শিক্ষা উপদেষ্টা

শিক্ষার্থীরা চলতি শিক্ষাবর্ষে কবে সম্পূর্ণ নতুন পাঠ্যবই হাতে পাবে, তা নির্দিষ্ট করে জানাতে পারেননি শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ওয়াহিদউদ্দিন মাহমুদ উল্লেখ করেন যে বিগত বছরগুলোতে মার্চের আগে সব পাঠ্যবই সরবরাহ করা সম্ভব হয়নি। তিনি বলেন, “আমরা এ বছর দেরিতে বই ছাপার কার্যক্রম শুরু করেছি। পাঠ্যবই সংশোধন, সিলেবাস এবং কারিকুলামে পরিবর্তন আনতে হয়েছে। এ ছাড়া বইয়ের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বিদেশে কোনো বই ছাপানো হয়নি। এবারই দেশের সক্ষমতা পরীক্ষা করা হচ্ছে, যা কিছুটা সময়সাপেক্ষ হয়েছে।”

তিনি আরও বলেন, “এ বছর বোঝা গেল, দেশের সব গোডাউনে জমা থাকা আর্ট পেপার ব্যবহারের পরও কিছু ঘাটতি রয়েছে। ইতোমধ্যে বিদেশ থেকে আর্ট পেপারবাহী জাহাজ রওনা দিয়েছে।”

সব শিক্ষার্থীর কাছে বই পৌঁছানোর সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “সবার কাছে কবে সব বই পৌঁছাবে, তা আমি নিশ্চিত করে বলতে পারছি না।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর