Tuesday, December 10, 2024

যশোরের পেপসির ড্রাইভার শানু হত্যা মামলায় দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট

যশোরে পেপসি কোম্পানির ড্রাইভার আনসার হোসেন শানু হত্যা মামলায় দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই ইবনে খালিদ হোসেন।

অভিযুক্ত আসামিরা হলো, শহরের চাঁচড়া রায়পাড়ার কামরুল ইসলাম বাবু ওরফে কালা বাবুর ছেলে রাকিবুল ইসলাম রকি ও শংকপুর মুরগীর ফার্মগেট এলকার রজব আলীর ছেলে সোহেল ওরফে মুরগী সোহেন।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২২ সালের ৩০ আগস্ট বিকেলে রায়পাড়া কলয়াপট্টিতে রকি ও সোহেলসহ অপরিচিত কয়েকজন পূর্বশত্রুতার জের ধরে শানুকে ছুরিকাঘাতে জখম করে। চিকিৎসাধীন অবস্থায় ২ সেপ্টেম্বর শানু মারা যায়।

এ ঘটনায় নিহতের মা চায়না আক্তার মিতা বাদী হয়ে রকি ও সোহেলসহ অপরিচিত ৩/৪ জনকে আসামি করে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।

এ মামলার তদন্তকালে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকায় ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত দুইজনকে আটক দেখানো হয়েছে।

রাতদিন সংবাদ/আর কে-০৭

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর