কেশবপুর ( যশোর) প্রতিনিধিঃ যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের রাজনগরে হুমায়ূন কবির (২৪) কে মোবাইল চুরির ঘটনায় মারপিট করে আহত করা হয়েছে।
শুক্রবার (১৯ মে ) সন্ধ্যায় উপজেলার পাঁজিয়া ইউনিয়নের রাজনগরে ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় হুমায়ন কবির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
আহত হুমায়ন কবির বাঁকাবর্শী গ্রামের আকবার হোসেন সরদারের ছেলে।
এবিষয়ে কবিরের পিতা বাদী হয়ে কেশবপুর থানায় ৭ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, নূরুল ইসলাম (৩৫) মতিয়ার রহমান (২৫) মুনির বিশ্বাস ( ২২) আব্দুস সাত্তার বিশ্বাস ( ৫২) নাজিম বিশ্বাস (৩৩) আকাশ হোসেন (১৯) হুসাইন (১৯)সহ অজ্ঞাত নামা ৭/৮ জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে।
আর কে-০৬