Saturday, December 7, 2024

মৃত্যুর সঙ্গে লড়াই করা ফারাজের হাসপাতাল বিল পরিশোধ করলেন সালমান

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলিউডের প্রাক্তন অভিনেতা ফারাজ খান। ‘মেহেন্দি’, ‘ফরেব’সহ একাধিক হিট ফিল্মের নায়ক ফারাজের চিকিত্‍‌সার খরচ জোগাতেই হিমশিম খাচ্ছিল তার পরিবার। ভক্তদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আবেদন জানিয়েছিলেন অভিনেত্রী পূজা ভাট। সেই ডাকে সাড়া দিয়ে এগিয়ে এলেন বলিউডের ভাইজান সালমান খান। ফারাজের হাসপাতালের বিরাট অংকের বিল তিনি মিটিয়ে দিয়েছেন। সালমানের এমন ভূমিকার ভূয়সী প্রশংসা করে এই খবর ভক্তদের জানিয়েছেন অভিনেত্রী কাশ্মীরা শাহ।তিনি ইনস্টাগ্রামে সালমানের উদ্দেশে লেখেন, আপনি একজন প্রকৃত ভালো মানুষ। ফারাজ খান ও তার মেডিকেল বিলের বিষয়টিতে নজর দেয়ার জন্য ধন্যবাদ। ফরেবের অভিনেতা ফারাজ খানের অবস্থা সংকটজনক, সালমান তার পাশে দাঁড়িয়েছেন। তিনি যেমন আরো অনেককে সাহায্য করেন, ফারাজকেও করেছেন। নব্বইয়ের দশকে মেহেন্দি, ফরেব-এর মতো একাধিক হিট ছবির নায়ক ফারাজ। তিনি মহাভারত টেলি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা ইউসুফ খানের ছেলে। মস্তিষ্কে সংক্রমণের পর থেকেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর তার দুটি ফুসফুসও সাংঘাতিক ক্ষতিগ্রস্ত।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর