যশোর শহরের ঘোপ এলাকা থেকে নিখোজ হওয়া মা মেয়ে এখনো উদ্ধার হয়নি। তবে তাদের অপহরণ করা হয়েছে বলে নিশ্চিত হয়েছে তাদের পরিবার।বুধবার একটা অপরিচিত নাম্বার(01315614532) থেকে কল এসেছে গৃহবধুর বাবার কাছে,। ওপার প্রান্ত থেকে সেনাবাহিনী পরিচয়ে একজন বলেছেন তার মেয়ে সহ আরো আট দশজন মেয়েকে তারা দুষ্কৃতি একটি চক্রের হাত থেকে উদ্ধার করছে। মেয়েকে বাড়িতে পাঠানোর জন্য ২০০০ টাকা বিকাশ করতে বলা হয়েছে পরিবারকে। আর এই বিষয় টা কোনো আইনশৃঙ্খলা বাহিনীর নিকট প্রকাশ না করার জন্য হুমকি দিয়েছেন তারা। এরপর অসহায় পরিবার বিষয়টি নিয়ে র্যাব-৬ এর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। র্যাব উদ্ধার অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন অপহরণ হওয়া গৃহবধুর স্বামী সোহেল হোসেন। উল্লেখ, গত ১১ অক্টোবর নানীর অসুস্থতার কথা শুনে ঘোপ এলাকায় নিজের বাড়িতে গিয়েছিলেন যশোর সদর উপজেলার নওদাগ্রামের গৃহবধু তন্নী।এসময় তার দেড় বছরের শিশু কন্যা রাবেয়াও ছিলো। বিকেল ৪টার পর রিকসা যোগে ফের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন কিন্তু এরপর থেকে তাদের আর কোনো খোঁজ মেলেনি। এ বিষয়ে তন্নীর স্বামী সোহেল হোসেন জানান, ঘোপ এলাকার হলিক্রিসেন্ট স্কুলের পেছনে তার শ্বশুড় বাড়ি। তিনি নিজে নওদাগ্রামথেকে তাদের রিকসাই উঠিয়ে দিয়েছিলেন। এরপর বিকেলে তারা রিকসায় উঠে নওদাগ্রামের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু এখনো তার স্ত্রী সন্তানের খোঁজ মেলেনি। এ বিষয়ে তন্নীর বাবা আব্দুল মজিদ প্রথমে কোতোয়ালী থানায় জিডি করেছিলেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে তেমন কোনো ভুমিকা পালন করা হয়নি বলে অভিযোগ সোহেলের। পুলিশের সহযোগিতা না পেয়ে র্যাবের কাছে অভিযোগ করেছেন তারা। স্ত্রী ও কন্যার সন্ধান পেলে ০১৮৮৯-৫৯১০২২ নম্বরে যোগাযোগের অনুরোধ জানান মি. সোহেল।
‘রাতদিন সংবাদ