যশোর-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, আন্তর্জাতিক বা দেশীয় কোনো ষড়যন্ত্র আওয়ামী লীগকে রুখতে পারবে না। বাংলার মানুষ বুঝে গেছে আওয়ামী লীগ মানেই সুশাসন, গণতন্ত্র, উন্নয়ন ও গরিবের মুখে হাসি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মঙ্গলবার যশোরে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।বিকেল পাঁচটায় সংগঠনের সভাপতি আজিজুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, শ্রমিক লীগের সহসভাপতি সালাউদ্দিন আহম্মদ,আলাউদ্দিন, মহসিন কবির,আকরাম হোসেন, আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, আলমগীর হোসেন, শাহানুর হোসেন ও মনজুরুল কবির, সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মাছুম, নুর মুহাম্মদ কুটি, ফয়সাল বিন আজিজ, সহসাংগঠনিক সম্পাদক শাহবুদ্দিন মিঠু, প্রচার সম্পাদক চাঁন মিয়া, সহ ত্রাণ সম্পাদক শিমুল তরফদার প্রমুখ।
রাতদিন সংবাদ