Saturday, December 7, 2024

যশোরের লেবুতলা থেকে বৃদ্ধ নিখোঁজ

আব্দুস সাত্তার (৬৫) নামে এক বৃদ্ধ যশোর সদর উপজেলার লেবুতলা গ্রাম থেকে হারিয়ে গেছেন। গত রোববার ফজরের নামাজ আদায় করতে মসজিদে যান ওই বৃদ্ধ। এরপর আর বাড়িতে ফেরননি। পরিবারের লোকজন আত্মীয় স্বজন অনেক স্থানে খোঁজখবর নিয়েছেন। কিন্তু তার সন্ধান মেলাতে পারেননি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে আকাশি রং এর চেক লুঙ্গী ও ঘিয়ে রং এর পাঞ্জাবি ছিলো। তার উচ্চ ৫ ফুট ৫ ইি । মুখে দাড়ি আছে। তার কোন সন্ধান পেলে ০১৭২৩-৬১৬৭১০ নম্বর যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে ওই বৃদ্ধের স্ত্রী হাসিনা বেগম কোতয়ালি থানায় একটি জিডি করেছেন।
রাতদিন সংবাদ
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর