Friday, December 13, 2024

সিলেটে স্কুলছাত্রী ধর্ষণ: ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

সিলেট নগরীর দাঁড়িয়াপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাগিব হোসেন নিজু (২০) নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯’র এএসপি সামিউল আলম।এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত পৌনে ১টায় সিলেট মহানগরীর কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন কিশোরীর মা।অভিযুক্ত নিজু সিলেটের মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও সুনামগঞ্জের জাউয়া বাজারের আব্দুল কাইয়ুমের ছেলে। বর্তমানে নগরের দাঁড়িয়াপাড়া ১৪/বি বাসায় থাকে। নিজু ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত বলেও জানা গেছে।স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিক্রম কর সম্রাট জানান, ঘটনাটি সম্ভবত ২/৩ দিন আগে ঘটেছে। অভিযুক্ত তরুণটি দাঁড়িয়াপাড়া এলাকায় ভাড়া থাকে। আর কিশোরী নগরের আরেকটি এলাকায় থাকে। এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।সিলেট মেট্রোলটিন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞা জানান, এ ঘটনায় শুক্রবার (২ অক্টোবর) রাতে থানায় অভিযোগ দাখিল করেছেন কিশোরীর মা। আর কিশোরীকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর