Friday, December 13, 2024

৫০বছর বয়েসেই ১৫০ সন্তানের বাবা!

লকডাউনের মধ্যেই ছয় সন্তানের পিতা হয়েছেন, চলতি বছরে আরো পাঁচজন সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে। পঞ্চাশ বছর বয়সে বিশ্বজুড়ে ১৫০ সন্তানের বাবা মার্কিন যুক্তরাষ্ট্রের স্পার্ম ডোনার জো।তিনি জানিয়েছেন, লকডাউনেও থেমে থাকেননি। করোনা তথা লকডাউনের সময় তিনি ছয়টি সন্তানের বাবা হয়েছেন। তাদের মধ্যে একজনের জন্ম গত বছরের শেষের দিক।জো জানিয়েছেন, ২০২০ সালে মোট ১০ জন মহিলাকে স্পার্ম ডোনেট করেছেন। তাদের মধ্যে ছয়জন মহিলা ইতিমধ্যে সন্তানে জন্ম দিয়েছেন। ৪৯ বছরের জো লকডাউনের পুরো সময়টাই আর্জেন্টিনাতে ছিলেন। করোনার উপদ্রব শুরু হওয়ার আগেই তিনি সেখানে গিয়েছিলেন। লকডাউন হওয়ায় সেখানে আটকে পড়েন তিনি। বর্তমানে তিনি লন্ডনে এসেছেন। সেখানে আরো পাঁচজন মহিলাকে স্পার্ম ডোনেট করবেন বলে।জো বলেন, সারা বিশ্বে ১৫০ শিশুর বাবা আমি। চলতি বছরে আমার ডোনেট করা স্পার্মে পাঁচ জন মহিলা গর্ভবতী হয়েছেন। একটি শিশু দিন কয়েক আগে জন্মগ্রহণ করেছে। করোনার জন্য আমি একটু স্লো হয়েছিলাম বটে! তবে থেমে যাইনি।তিনি আরো বলেন, সন্তানদের জন্মাতে দেখলে আমার খুব ভাল লাগে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখি আমার চেহারার সঙ্গে ওদের মিল রয়েছে।স্পার্ম ডোনেট ছাড়াও কোনো মহিলার সঙ্গে যৌন সংসর্গ করেও সন্তান উৎপাদনে সাহায্য করেন তিনি।

অনলাইন ডেস্ক

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর