Friday, December 13, 2024

যশোরে বিষধর সাপের  কামড়ে এক শিশুর মৃত্যু

যশোর সদর উপজেলার তৈলকূপ গ্রামে সাপের কামড়ে শিশুর মৃত্যু হয়েছে। ওঝার ভুল চিকিৎসার অভিযোগ করেছে পরিবার। তিন বছরের শিশু সামিরা খাতুন ওই গ্রামের আব্দুর রশিদের মেয়ে।
শিশুর চাচা আবুল হোসেন জানান, বুধবার ভোরে শিশু সামিরা তার মায়ের সাথে ঘরে ঘুমিয়ে ছিল। এসময় তাকে সাপে কামড় দেয়। সে চিৎকার হয়ে উঠলে তাকে ওই গ্রামের সাপের ওঝা সলেমানের নিকট নিয়ে যায়। এরপর সে বিষ নামিয়ে দেয়। সামিরা কে বাড়িতে নিয়ে আসলে কিছু সময়ের পর তার শরীরে যন্ত্রণা করছে বলে চিৎকার করতে থাকে। এরপর তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসক সোহানূর রহমান সোহান তাকে ভর্তি করে শিশু ওয়ার্ডে পাঠিয়ে দেয়। কিছু সময়ের পর সামিরার মৃত্যু হয়।
চাচা আবুল হোসেন আরো জানান, সাপে কামড়ের পর তাকে সরাসরি হাসপাতালে নিয়ে আসলে সামিরার মৃত্যু হতো না।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর