যশোরে স্ত্রীর জমি জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ আত্মসাতের অভিযোগে স্বামীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন স্ত্রীর দায়ের করা মামলায় এ আদেশ দেন। আটক শফিকুল ইসলাম সুমন যশোর সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। এরআগে স্ত্রী উপশহর এলাকার একেএম আনসারীর মেয়ে শারমীন সুলতানা বাদী হয়ে যশোর আদালতে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, শফিকুল ইসলাম সুমনের ৫টি বিয়ে করেছেন। প্রথম স্ত্রীকে সে হত্যা করেছে। আগের তিনটি বিয়ে গোপন করে সুমন বাদীকে বিয়ে করে। বিয়ের পর থেকে তাকে যৌতুকের দাবিতে নির্যাতন করতে থাকে। বাদীর বাবা শংকরপুর এলাকায় ৩.২৫ শতক জমি কিনে দেন। কিন্তু সুমন বাদীর বিপরীতে অন্য এক মহিলাকে দাতা সাজিয়ে জ্বাল দলিল করে রেজিস্ট্রি করে নেন। একই সাথে নিজ নামে নামপত্তন করে নেন। পরে ওই জমি অবৈধভাবে দখল করে নেন সুমন। বিষয়টি জানতে পেরে বাদী আদালতের আশ্রয় নেন। বুধবার মামলার ধার্য তারিখে সুমন আদালতে হাজির হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাতদিন সংবাদ