মঙ্গলবার যশোরে আরো ৯জন করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলার ৭ জন। এছাড়া অভয়নগরের রয়েছেন ২ জন। যশোরের সিভিল সার্জান ডাক্তার শেখ আবু শাহীন জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার থেকে এদিন ৬৫ নমুনার ফলাফলের মধ্যে এ ৯ জন শনাক্ত হয়েছেন। এছাড়া খুুমেক থেকে আরো ৩ টি নেগেটিভ ফলাফল এসেছে। যশোর জেলায় মোট আক্রান্তের সংখ্যা তিন হাজার আটশ’ ৭৬ জন। সুস্থ্য হয়েছেন দু’হাজার ৯শ’ ৪৭জন।এদিকে যশারে করোনায় আরো মৃত্যুর সংখ্যায় আরো একজন যোগ হয়ে ৪৬ এ পৌছেছে। গত ১৫ সেপ্টেম্বর খোলাডাঙা এলাকায় ইসমাইল(২৮) নামের একজন মারা যায়। আজ তার নমুনা পজেটিভ এসেছে। সিভিল সার্জন কার্যালয়ের মিডিয়া ফোকাল পার্সন ডাক্তার রেহেনেওয়াজ রনি জানান, নতুন আক্রান্তদের বাড়ি লকডাউনসহ অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্যে তালিকা স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাতদিন সংবাদ