যশোর সদর উপজেলার বাহাদুরপুর জেসগার্ডেনের এলাকায় দুই বছরের শিশুকে বলাৎকার করেছে। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষতিগ্রস্থ শিশুর পরিবার জানায়, দুই বছরের শিশুটি সোমবার (২৮) বিকাল সাড়ে ৫টার দিকে ঘরের মধ্যে খেলছিল। এসময় প্রতিবেশি শুকুর আলীর ছেলে আরিফ হোসেন (১৫) ঘরে ঢুকে শিশুটিকে বলাৎকার করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়।
যশোর জেনারেল হাসপাতালের ডাক্তার সালাহউদ্দিন জানান, শিশুটির অভিভাবকদের কথা শুনে তাকে সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।যশোর কোতয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রাতদিন সংবাদ