কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর উপজেলা যুবলীগের উদ্যোগে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষ্যে আলোচনা সভা , ভবঘুরে ,পথশিশু ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ২৬সেপ্টেম্বর বিকালে শহরের দলীয় কার্যালয় চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক শহীদুজ্জামান শহীদ। প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর ৬ কেশবপুর আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার ।
এ সময় বক্তব্য দেন যশোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর মজিদ, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এইচ এম আমির হোসেন, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট মিলন মিত্র, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু প্রমুখ।