এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার কারণে চিহ্নিত সন্ত্রাসীরা বুধবার সন্ধ্যারাতে শহরতলী ধর্মতলা কাঁচা বাজার এলাকায় পরপর শক্তিশালী বোমা বিস্ফোরনের ঘটানায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে । পুলিশ বোমা বিস্ফোরনের সাথে জড়িত অভিযোগে এজাহার নামীয় তিন আসামীকে করেছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার সরাঞ্জাম আলামত উদ্ধার করেছে। আটককৃতরা হলেন, শহরতলী ধর্মতলা গাজীপাড়ার রবিউল ইসলামের ছেলে রাসেল, সদর উপজেলার খোলাডাঙ্গা ব্রাক অফিসের পিছনে দ্বীন মোহাম্মদের ছেলে রেদোয়ান ওরফে রেজোয়ান হোসেন ওরফে নাহিদ ও ধর্মতলা গাজীপাড়ার আব্দুল আলীম ওরফে বোবা আলীমের ছেলে সুজন ওরফে জিসান।
যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গাজীপাড়ার মনির আহম্মেদ এর ছেলে তারেক হাসান বুধবার দিবাগত গভীর রাতে চিহ্নিত নয়জনের নাম ও অজ্ঞাতনামা আরো ৪/৫জনকে উল্লেখ করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন ধর্মতলা গাজীপাড়ার রবিউল ইসলামের ছেলে রাসেল, ধর্মতলা খ্রিষ্টান কবরস্থানের পাশের্ তবিবরের ছেলে সোহেল, লিটনের ছেলে আরাফাত রাজু, খোলাডাঙ্গা ব্রাক অফিসের পিছনে রেজোয়ান ওরফে রেদোয়ান হোসেন নাহিদ, ধর্মতলা গাজী পাড়ার আব্দুল আলীম ওরফে বোমা আলীমের ছেলে জিসান, বারান্দী মোল্যাপাড়ার শুভ, সুজলপুরের মোতাচ্ছিন হাওলাদারের ছেলে সজল, কারবালা পুকুরের উত্তর পাড়ের সোলাব ও ধর্মতলা কাঁচাবাজার এলাকার আসারের ছেলে আব্দুল্লাহআল-মামুন।মামলার বাদী তারেক হাসান উল্লেখ করেন, স্থানীয় আধিপত্য বিস্তার সংক্রান্তে আসামীদের সাথে তার পূর্ব শত্রুতা চলে আসছিল। বাদী সহ তার আত্বীয় স্বজনদের খুন জখমের হুমকী দিয়ে আসছিল। গত বুধবার ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টা ২০ মিনিটের সময় তারেক হাসানসহ প্রতিবেশী নজরুল ইসলাম, হাসান কবির সাগর,আব্দুল্লাহ আল মামুন, শাকিল গাজী টগর শেখ ধর্মতলা কাঁচা বাজারস্থ আজিম ফার্মেসীর সামনে ফাঁকা স্থানে দাঁড়িয়ে কথা বার্তা বলছিল। ওই সময় আসামীরা পূর্ব পরিকল্পিত ভাবে তারেক হাসানসহ সেখানে থাকা সকলকে হত্যা করার উদ্দেশ্যে সোহেলের নেতৃত্বে ৩/৪টি হাত বোমা নিক্ষেপ করে। বোমা বিস্ফোরণ ঘটায় এলাকায় আতংক বিরাজ করে। পরে স্থানীয় জনগন বোমা বিস্ফোরণকারীদের মধ্যে রাসেল নামে এক সন্ত্রাসীকের ধরে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ রাতে রাসেলের স্বীকারোক্তি মোতাবেক সহযোগী রেদোয়ান ওরফে রেজোয়ান হোসেন ওরফে নাহিদ ও সুজন ওরফে জিসানকে আটক করে।
রাতদিন সংবাদ