Friday, December 13, 2024

যশোরে আওয়ামীলীগ নেতা মনু মিয়ার মৃত্যু, দাফন সম্পন্ন

শহর আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মুনাফ মনু (৮৬)মিয়া ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহে —রাজিউন। শনিবার রাত ১১ টা ৪৫ মিনিটে শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুনাগ্রহী রয়েছে। রোববার জোহরবাদ ঘোপ স্টাফ কোয়ার্টার মাঠে জানাজা শেষে ঘোপ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
জানাজায়, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, আওয়ামীলীগ নেতা সাজ্জাদ হোসেন রাজা, পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন, ৩নং ওয়ার্ড কাউন্সিলার মোকসিমুল বারী অপু, যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু, বিএনপি নেতা রফিকুল ইসলাম চৌধুরী, শহিদুল বারী অপু প্রমুখ।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর