যশোর বাঘারপাড়ার কয়ালখালি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইলাহী বক্স মঙ্গলবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি— ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তার বয়স হয়ে ছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও ৫ ছেলেসহ অসংখ্যা গুনোগ্রাহী রেখে গেছেন।
বুধবার বিকেলে বাঘারপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ফারজানা জান্নাতে উপস্থিতিতে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর বাদ আসর রায়পুর বাজার জামে মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান রউফ মোল্লা, বাঘারপাড়া থানার ভারপ্রাপ্তকর্মকর্তা পরিদর্শক আল মামুন, ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশীদ স্বপন, ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, আওয়ামীলীগ নেতা অধ্যাপক নজরুল ইসলাম, ইউনুচ শেখ, মুক্তিযোদ্ধা হাসান আলী, একিন উদ্দিন, ইবাদত হোসেন প্রমুখ।
রাতদিন সংবাদ