রোববার যশোরে দু’স্বাস্থ্যকর্মীসহ ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ২০ জন। এছাড়া, ঝিকরগাছার দু’জন।
সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, রোবার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার থেকে ৯২ জনের ফলাফলের মধ্যে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।
রোববার আক্রান্তরা হলেন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারি আবু সাইদ (৫৪), খোলাডাঙ্গার একজন নারী (২৩), আশ্রমরোডের একজন পুরুষ (৪২), পুরতন কসবার একজন পুরুষ (৪৮), নীলগজ্ঞ এলাকার একজন পুরুষ (৬০), ধর্মতলার একজন পুরুষ (৫২), পুলিশ লাইন একজন পুরুষ (২৭), ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যকর্মী উম্মে কুলসুম (২৬)। সিভিল সার্জন কার্যালয়ের মিডিয়া ফোকাল পার্সন ডাক্তার রেহেনেওয়াজ রনি জানান, নতুন আক্রান্তদের বাড়ি লকডাউনসহ অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্যে তালিকা স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। ১০ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত যশোরে মোট ১৪ হাজার তিনশ’ সাত নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফল পাওয়া গেছে ১৩ হাজার চারশ’ ৫৬ জনের। এরমধ্যে আক্রান্ত হয়েছেন তিন হাজার চারশ’ ৬৭ জন। সুস্থ হয়েছেন দু’হাজার একশ’ ৭১। মৃত্যু হয়েছে ৪০ জনের।
রাতদিন সংবাদ