Friday, December 13, 2024

কেশবপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

মোঃজাকির হোসেন  : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১৩তম কারামুক্তি দিবস উপলক্ষে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি পৃথক ভাবে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩য় সেপ্টেম্বর উপজেলা কেশবপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য করেন কেশবপুর পৌরসভার নির্বাচিত কাউন্সিলর ও কেশবপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মশিয়ার রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর পৌর বিএনপি’র নেতা শেখ শহীদ ,সহ কেশবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপি, যুবদল,ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একইদিন পৌর বিএনপির কার্যালয় কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলাচনা, দোয়া ও মাস্ক বিতরণ কর্মসূচী পালন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলা।বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর ও সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন বিশ্বাস, দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ শরিফুল ইসলাম। এসময়ে দেশবাসী, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও করোনা আক্রান্ত বিএনপির নেতা আবুল হোসেন আজাদের জন্য দোয়া করা হয়। ২০০৭ সালের ৭ মার্চ তৎকালীন সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তারেক রহমানকে গ্রেফতার করে। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান মুক্ত হয়ে বর্তমানে ব্রিটেনে উন্নত চিকিৎসা নিচ্ছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর