যশোরে মানিব্যাগ, ব্যাংক চেক, টাকা ও মূল্যবান কাগজপত্র হারানোর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন শাহিন আক্তার খাঁন নামে এক ব্যক্তি। ১৮ আগস্ট বাড়ি থেকে বসুন্দিয়া বাজারে যাওয়ার পথে ওই গুলো হারিয়ে যায়। ভুক্তভোগী শাহিন সদর উপজেলার বসুন্দিয়া খাঁনপাড়ার লিয়াকত আলী খাঁনের ছেলে। শাহিন আক্তার জানিয়েছেন, লেনদেন সংক্রান্ত প্রয়োজনে গত ১৮ আগস্ট ১০টার দিকে বসুন্দিয়া বাজার শাখা সোনালী ব্যাংকের উদ্দেশ্যে মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। বাজারে পৌছানোর পর দেখেন পকেটে থাকা মানিব্যাগটি নেই। ওই মানিব্যাগে থাকা অলিখিত ও অস্বাক্ষরিত সোনালী ব্যাংক বসুন্দিয়া বাজার শাখার ২৩০৫১৩৪০২২০২৫ নম্বর হিসাবের সখ-১০-নম্বর ০৭৫০২১৩, ২১৪ ও ২১৫ নম্বর চেকের পাতা, কিছু টাকা ও মূল্যবান কাগজপত্র নেই। বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও কোন সন্ধান না পেয়ে গত ২৭ আগস্ট কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
রাতদিন সংবাদ