বিমান বাহিনীর স্টোরম্যান পদে চাকুরী দেওয়ার প্রলোভন দিয়ে নিজেকে বিমান বাহিনীর একজন গ্রুপ ক্যাপ্টেনের নাম ব্যবহার করে ভূয়া নিয়োগপত্র দিয়ে সাড়ে ১০ হাজার টাকা হাতিয়ে নেওয়া ও ভূয়া নিয়োগপত্র প্রদান করার অভিযোগে দু’টি মামলা হয়েছে। ভূয়া বিমান বাহিনীর কর্মকর্তা অহেদুজ্জামান ও তার সহযোগী মীর আশরাফুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। অহেদুজ্জামান খুলনা জেলার তেরোখাদা উপজেলার হাড়িখালী গ্রামের বর্তমানে যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার বাসিন্দা মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ও মীর আশরাফুল ইসলাম ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কাজিপাড়া গ্রামের মীর মনিরুল ইসলামের ছেলে।
যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত শাহজাহান বিশ্বাসের ছেলে হাসান আলী শনিবার গভীর রাতে কোতয়ালি মডেল থানায় মামলায় উল্লেখ করেন, প্রতিবেশী লিটনের মাধ্যমে অহেদুজ্জামানের সাথে পরিচয় হয়। অহেদুজ্জামানকে নিজেকে বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন আবুল কাশেম পরিচয় দেয়। তাকে ৪ লাখ টাকার বিনিময়ে স্টোরম্যান পদে চাকুরী দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রাথমিকভাবে সাড়ে ১০ হাজার টাকা দাবি করে। বাকী টাকা চাকুরী হওয়ার পর দেওয়ার কথা বলে। গত ২ জুন বেলা ১১ টায় হাসান আলীর বাড়ি হতে প্রতারক অহেদুজ্জামান সাড়ে ১০ হাজার টাকা গ্রহন করে ভূয়া নিয়োগ পত্র প্রদান করে। ভূয়া নিয়োগপত্র পেয়ে বুঝতে পেরে অহেদুজ্জামানকে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় যশোর বিমান বন্দর চিলি স্পাইসি ফাষ্টফুড দোকানের সামনে পেয়ে আটক করে। পরে তাকে বিমানবাহিনীর প্রভোষ্টের কাছে হস্তান্তর করে। বিমান বাহিনী ৩ প্রভোষ্ট ও নিরাপত্তা ইউনিটের একটি টিম অহেদুজ্জামানকে হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ভূয়া নিয়োগপত্র প্রদানসহ সব কিছু স্বীকার করেন। অহেদুজ্জামানের দেওয়া তথ্য মতে তার সহযোগী মীর আশরাফুল ইসলামকে আটক করে বিমান বাহিনীর প্রভোষ্ট টিম। অহেদুজ্জামান ও তার সহযোগী মীর আশরাফুল ইসলাম পরস্পর যোগসাজসে ভূয়া নিয়োগপত্র তৈরী করে তা খাঁটি হিসেবে মিথ্যা দাবি সীল সাক্ষর জালজালিয়াতির মাধ্যমে অপরের রুপ ধারণ পূবর্ক অপরাধ করার অভিযোগে ওয়ারেন্ট অফিসার শাহিনুর ইসলাম বাদি হয়ে অহেদুজ্জামান ও তার সহযোগী ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কাজিপাড়া গ্রামের মীর মনিরুল ইসলামের ছেলে মীর আশরাফুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
রাতদিন সংবাদ