গাঁজা বিক্রিকালে শফিকুল ইসলাম লিটন নামে এক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সে যশোর সদর উপজেলার শ্রীবদ্দি ঘোড়াগাছা গ্রামের কবিরুল ইসলামের ছেলে। নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এএসআই আজাদুল ইসলাম বৃহস্পতিবার রাতে দুইশ’ গ্রাম গাঁজাসহ শফিকুল ইসলামকে গ্রেফতার করে।
গাঁজা বিক্রেতা শফিকুল ইসলাম সদর উপজেলার ঘোড়াগাছা গ্রামের ঈদগা মাঠের পাশে আলীর বাড়ির সামনে গাঁজা বিক্রিকালে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় তাকে গ্রেফতার করে। পরে তার কাছে থাকা ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে তাকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করে। শুক্রবার শফিকুল ইসলাম লিটনকে আদালতে সোপর্দ করে।পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাতদিন সংবাদ