বিদ্রোহ ও প্রেমের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মহা প্রয়াণ দিবসে সমাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা করেছে অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোর। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত সভায় ঢাকা থেকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডক্টর শাহনাজ পারভীন।সংগঠনের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের সঞ্চালনায় বক্তৃতা করেন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও গ্রামের কাগজের সহকারী সম্পাদক জাহিদ আহমেদ লিটন, সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন বিশ^াস, প্রচার সম্পাদক আজগর হোসেন, নির্বাহী সদস্য আলেয়া আক্তার প্রেমা এবং আমিনুল ইসলাম লাভলু। অনলাইনে আলোচানায় অংশ নেন সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা নাঈম নাজমুল এবং শিক্ষাবোর্ডের সাবেক উপসচিব আব্দুল খালেক।
রাতদিন সংবাদ