রোববার যশোর সদরে করোনা আক্রান্ত উল্লেখযোগ্যরা হলেন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সেবিকা (৩২), পুলিশলাইন এলাকার পুলিশ পুরুষ কনস্টেবল (২৯), বেজপাড়া এলাকার ট্রাফিক পুলিশ পুরুষ (৫০), সাদেক দারোগার মোড়ের যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নারী পরিচ্ছন্নতাকর্মী (৩৪), বেজপাড়া মেইন রোডের সিনিয়র স্টাফ নার্স(৩২), পুরাতন কসবা কাজীপাড়ার বেগম মিলের স্বত্বাধিকারী পুরুষ (৫৮), ঘোপ সেন্ট্রাল রোডের সাবেক খাদ্য কর্মকর্তা পুরুষ (৪৮), রেলরোড বধুয়া কমিউনিটি সেন্টারের পাশে একই পরিবারের তিনজন আক্রান্ত হয়েছেন। ৩৫ বছরের ব্যবসায়ী, ৪৮ বছরের চাকরীজীবী পুরুষ ও ৫৫ বছরের গৃহিনী, ঘোপ নওয়াপাড়া রোডের বাসিন্দা(৪৮)। তিনি একতা হাসপাতালে আয়ার কাজ করেন। ঘোপ এলাকার ঠিকাদার পুরুষ (৬২), নওয়াপাড়া ইউনিয়নের ৩৫ বছরের একজন কৃষক।এছাড়া এ দিন আটজনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তারা হলেন, দিলরুবা, মোস্তাফিজুর, আলামিন, হালিম, ইদ্রিস, হেলাল, শামসুর রহমান ও আয়ুব হোসেন। একই সাথে এদিন সদর থেকে পরীক্ষা করা হলেও বাইরের বাসিন্দা হওয়ায় তাদেরকে স্ব স্ব জেলা ও উপজেলায় রেফার করা হয়েছে। একজন মণিরামপুরে, একজন মাগুরায়, একজন শার্শায়, একজন মহেশপুরে অপরজনকে ফরিদপুরের করোনা আক্রান্ত রোগীর সংখ্যার সাথে যোগ করা হয়েছে। বিষয়টি যশোর সিভিল সার্জন অফিসের ডাক্তার নাসিম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
রাতদিন সংবাদ