যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন সহ যশোর রোববার ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারমধ্যে যশোর সদরের ৯ জন। এছাড়া ৫জন অভয়নগর উপজেলার ও দুইজন মণিরামপুরের। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন অফিসের মুখপাত্র রেহনেওয়াজ রনি। তিনি আরো জানান, এনিয়ে যশোর মোট আক্রান্ত হয়েছেন ৯শ’৮৪ জন। নতুন একজন সহ মৃতের সংখ্যা ১৫ ও সুস্থ্য হয়েছেন ৪শ’৮৬ জন। এ দিকে যশোরের সিভিল অফিসে যশোর সদরের দায়িত্বে থাকা কর্মকর্তা ডাক্তার নাসিম ফেরদৌস জানান, যশোর সদরের নয়জনের মধ্যে একজন সাতক্ষীরা জেলায় ঝাউডাঙ্গা গ্রামের বাসিন্দা। ফলে তাকে সাতক্ষীরায় অন্তর্ভূক্ত করা হয়েছে। যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন ছাড়া অন্যরা হলেন, যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামনের স্ত্রী, শালিকা ও গৃহপরিচালিকা রয়েছেন। তবে নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামানের ফলাফল নেগেটিভ এসেছে। এছাড়া রামগর ইউনিয়নের ৬৩ বছরের একজন অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা, ঝুঝুমপুর আনছার ক্যাম্প এলাকার মহিলা(৪০), তিনি গৃহিনী। হামিদপুর ময়লা খানার পাশে১৮ বছরের এক যুবক। তিনি সোনার দোকানে চাকরি করেন। পালবাড়ি এলাকার ৪০ বছরের একজন গৃহিনী। আক্রান্ত ১৬ জনের মধ্যে একজনকে সাতক্ষীরা জেলায় অন্তর্ভূক্ত করায় এ দিন মোট আক্রান্ত ১৫ জন। এদিকে, স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, যশোরের ডেপুটি সিভিল সার্জনও ক্যানসারে আক্রান্ত। ফলে স্বাস্থ্য প্রশাসন সামলানোর জন্য বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। এই অবস্থায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মীর আবু মাউদকে ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
রাতদিন সংবাদ