নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না অনির। সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তার স্থান হলো যশোর ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে। এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি। যশোর শহরের রাকিব হাসান অনি নামের এক যুবককে এলাকার সন্ত্রাসীরা এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করেছে। অনি শংকরপুর জমাদ্দার পাড়ার আলতাফ হোসেন আলতুর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, অনি শুক্রবার শংকরপুর ভাঙাগেট জামে মসজিদ থেকে জুম্মার নামাজ শেষ করে বাইরে রেব হলেই একদল সন্ত্রাসীরা এসে তাকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে। আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে ধরে হাসাপাতালে নিয়ে যায়। এ বিষয়ে অনির পিতা জানান, পূর্বশক্রতার জের ধরে ডাকাত শাহাবুদ্দিনের ভাই টুনি শাওন, শাহাজানের ছেলে কালা শাওন, হাফিজুরের ছেলে মুসা, ঝন্টু সহ এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তার ছেলে উপর হামলা চালায়। এ বিষয়ে থানায় মামলার হয়েছে। এ বিষয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার অমিও দাস জানান, অমির অবস্থা আশঙ্কাজনক। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রচুর রক্ত ক্ষরণ হচ্ছে।
রাতদিন সংবাদ