Friday, December 13, 2024

১০৫ দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি রপ্তানি শুরু

সাইদুর জামান (রাজা) শার্শা প্রতিনিধি : দীর্ঘ ১০৫ দিন পর বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৫ টার সময় এ রপ্তানি শুরু হয়। করোনা ভাইরাসের কারণে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকার পর আমদানি চালু হলেও রপ্তানি চালু হয়নি। কয়েকদিন যাবত ভারত শুধু তাদের পন্য রপ্তানি করে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ থেকে কোন পন্য নিতে রাজি হয়নি। পরে বাংলাদেশের ব্যবসায়িরা আন্দোলনের ডাক দিলে আন্দোলনের ৫ দিন পর আজ রবিবার বিকালে তারা রপ্তানি পন্য নিয়েছে। বেনাপোল স্থলবন্দরে ডিডি মামুনুর রহমান জানান, দু’দেশের মধ্যে যোগাযোগের মাধ্যমে রপ্তানি চালু করা হয়েছে। আমদানি-রপ্তানি দুইটাই চলবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর