`এসো নবীন দলে দলে মাদক ছেড়ে খেলার মাঠে’ এই শ্লোগানকে সামনে রেখে দেয়াড়া ইউনিয়নে খেলোয়ারদের মাঝে ক্রিকেট সামগ্রী বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি, প্রভাষক লিয়াকত আলীর পক্ষ থেকে দেয়াড়া ইউনিয়নের নারাঙ্গালী হাই স্কুল মাঠ প্রাঙ্গনে খেলোয়ারদের হাতে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এই সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোফাজ্জেল হোসেন মোফা, যুগ্ম আহ্বায়ক আখতারুল কবির মিলন,৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাসেল গাজী, সাধারণ সম্পাদক শুকুর আলী খোকন,৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বাবলু রহমান, ছাত্রলীগের অন্যতম নেতা ইমামুল হোসেন সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ বিষয়ে প্রভাষক লিয়াকত আলী বলেন, করোনার এ ভয়াল থাবায় সবাই আজ ঘরবন্দি। সবারই বিনোদন প্রয়োজন। কেউ যাতে মাদকের দিকে ঝুকে না পরে ও সামাজিক দুরত্ব মেনে ক্রীড়া প্রেমিরা যাতে বিনোদনের চাহিদা মেটাতে পোরে সেজন্যই তার এ আয়োজন।
প্রেস বিজ্ঞপ্তি