যশোরে বৃহস্পতিবার ৫৯ জন নতুন শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সদরের ৩০ জন, মণিরামপুরে ৭, অভয়নগরের ৬, শার্শা ৬, চৌগাছা ৪, কেশবপুর ৪, ও বাঘারপাড়া উপজেলার দুইজন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাক্তার রেহনেওয়াজ রনি। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৭০১ জন ও সুস্থ্য হয়েছেন ১৯৯ জন। মারা গেছেন ১৩জন। এদিকে, অভয়নগর প্রতিনিধি জানান, অভয়নগরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারুসহ নতুন করে আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিট। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায় আজ আক্রান্তরা হচ্ছেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের ১৬ বছরের দুই ছাত্রী, একনারী (২৩), পুরুষ (২৮) এবং ৪ নং ওয়ার্ডের পুরুষ (২৯)। এ পর্যন্ত ভাইরাস টিতে উপজেলা মোট আক্রান্তের সংখ্যা ১৬৮ জন। এ পর্যন্ত মারা গেছেন ৪ জন। মোট সুস্থ হয়েছে ৬৯ জন। এছাড়া কেশবপুর পৌরসভার একজন কাউন্সিলর সহ ৪ জনের করোনা শনাক্তহয়েছে।
রাতদিন সংবাদ