Saturday, July 27, 2024

এবার শাহীন চাকলাদারকে স্বশরীরে হাজিরের নির্দেশ

- Advertisement -

যশোর-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদার নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের জবাব দিয়েছেন আইনজীবীর মাধ্যমে। তবে কমিটি তাঁর জবাবে সন্তুষ্ট হতে পারেনি। এ জন্য তাঁকে স্বশরীরে বুধবার ১টার মধ্যে হাজিরের নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্র জানায়, সকাল ১০ টার মধ্যে জবাব দেয়ার কথা থাকলেও ১১ টায় তার পক্ষে আইনজীবী রফিকুল ইসলাম পিটু হাজির হন। কিন্তু যে জবাব তিনি দেন তাতে অসন্তোষ প্রকাশ করে আদালত। এছাড়া কেন আইনজীবী ১১ টায় আসলেন সে প্রশ্নও করা হয়।
এর আগে ৩ ডিসেম্বর নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সুজাতা আমিন স্বাক্ষরিত এক নোটিশে তাঁকে শোকজ করা হয়, যার পরিপ্রেক্ষিতে আজ বুধবার বেলা ১১টার দিকে তাঁর প্রতিনিধির মাধ্যমে শোকজের জবাব দেন।
বুধবার নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সুজাতা আমিন স্বাক্ষরিত আরেকটি নোটিশে বলা হয়, আপনার ব্যাখ্যা অনুসন্ধান কমিটির কাছে সন্তোষজনক না হওয়ায় আগামীকাল বেলা ১টার মধ্যে আপনাকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

-বিশেষ প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত