Saturday, December 9, 2023

সুন্দরবনে দুই মরদেহ উদ্ধার

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকায় নদীর চর থেকে দুইটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার (২০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। কোস্ট গার্ডের একটি টহল দল মরদেহ দুটি উদ্ধার করে চাঁদপাই নৌ-থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

চাঁদপাই নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আক্তার মোর্শেদ বলেন, মরদেহ দুটি উদ্ধারের পর সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হবে।

তিনি বলেন, মরদেহ দুটির বয়স আনুমানিক ৩০ বছর। এদের একজনের পরনে শার্ট, অপরজনের পরনে লাল চেক গেঞ্জি ছিল।

মঙ্গলবারের (২১ নভেম্বর) মধ্যে মরদেহের পরিচয় না পাওয়া গেলে, আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

পরিচয় নিশ্চিত হওয়ার জন্য মরদেহ দুটির ডিএনএ টেস্ট করা হবে বলেও জানান তিনি।

পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহ দুটি সুন্দরবনে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। তবে, এ ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে তা নিয়ে তদন্ত চলছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত