যশোরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আজ সোমবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইজিবাইক ছিনতাইকারী চক্রের আরেক সদস্য মো. মামুন শেখকে (৩১) গ্রেফতার করেছে।
পিবিআই জানায়, চোরাই ইজিবাইক সংগ্রহ, ক্রয়-বিক্রয় ও অসাধুভাবে জ্ঞাতসারে চোরাই ইজিবাইক গোপন রাখার অপরাধে মামুন শেখ জড়িত।
গত ৫ মার্চ দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আলিমুদ্দিন (২২) নামে এক ইজিবাইক চালকের ইজিবাইক ও মোবাইল ফোন ছিনতাই করে অজ্ঞাতনামা তিনজন। এ ঘটনায় আলিমুদ্দিন পিবিআই যশোর জেলা অফিসে অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করে পিবিআই। তদন্তের ভিত্তিতে গত ১২ মার্চ ইজিবাইক ছিনতাইকারী তুহিন খন্দকার (৪০) ও চুন্নু মোল্লা (৩৫)কে গ্রেফতার করে পিবিআই।
পিবিআই জানায়, তুহিন ও চুন্নু আলিমুদ্দিনকে বিষ মিশ্রিত কফি পান করিয়ে অজ্ঞান করে তার ইজিবাইক চুরি করে মামুন শেখের কাছে বিক্রির জন্য রাখে।
মামুন শেখ চোরাই ইজিবাইক ক্রয়-বিক্রয় ও গোপন করে থাকে। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
পিবিআই যশোর জেলার পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।