Saturday, December 9, 2023

নড়াইল ১ আসনে কাজী সরোয়ার হোসেনের নৌকা প্রতীকের ফরম সংগ্রহে এলাকায় আনন্দ উল্লাস

নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার  হোসেন নৌকা প্রতীকের ফরম সংগ্রহ করেছেন। গতকাল ১৯ নভেম্বর বেলা ১২টায় নড়াইল জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তিনি এই ফরম সংগ্রহ করেন।

ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন নড়াগাতী থানা আওয়ামী লীগের সহ সভাপতি ও খাশিয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান আজাদ আলী,নড়াগাতী থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক হাসনাত এ চৌধুরী, খাশিয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেকেন্দার আলী খান, পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুকিত মোল্ল্যা, কলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুরসালিন মোল্লা, জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জয়নাল মোল্যা, মাউলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শান্ত স্বর্নকার, সাবেক ছাত্রলীগ নেতা নাদিম মাহমুদ, নড়াগাতী থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাসিম পারভেজ, কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জামান হোসেন জন, কালিয়া পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রশান্ত দাশ, নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সজিব, সহ সভাপতি শরিফুল ইসলাম অন্তর সহ এলাকার হাজার হাজার নেতাকর্মী।

এ খবরে এলাকার জনগণের মাঝে আনন্দ উল্লাস বিরাজ করছে। নড়াইল ১ আসনের ভোটার চৌধুরী মনির জানান, কাজী সরোয়ার  হোসেন দীর্ঘদিন নড়াইল ১ আসনের জনগণের পাশে থেকে ও তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে করোনা ও যে কোন বিপদ-আপদে সহযোগিতা করে যাচ্ছেন। সে কারণে নড়াইল ১ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য কাজী সরোয়ার  হোসেন নৌকা প্রতীকের ফরম সংগ্রহ করায় নড়াইল ১ আসনের জনগণের মাঝে আনন্দ বিরাজ করছে।

কাজী ছরোয়ার হোসেন বলেন, নড়াইল ১ আসনের জনগণের চাহিদার ভিত্তিতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য আমি আওয়ামী লীগের দলীয় ফরম সংগ্রহ করেছি। আমি সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কাম্য।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত